বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি অনুমোদন
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৩, ৫:২৪:২৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত ৬৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, প্রায় ৮ মাস আগে বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ অক্টোবর) উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি এবং সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর আওয়ামী লীগ নেতা এনাম উদ্দিনকে সভাপতি, জোবায়ের হোসেনকে সাধারণ সম্পাদক, কামরান হোসেন ও আতিকুল আলমকে সাংগঠনিক সম্পাদক ও দেবব্রত চক্রবর্তী কাজলকে দপ্তর সম্পাদক করে গঠিত কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটির অন্যরা হলেন, সহসভাপতি সুনাম উদ্দিন, সুবোধ কুমার পাল, আব্দুল ছত্তার, অজিত চন্দ্র পাল, নিজাম উদ্দিন, তেরাব আলী ও গিয়াস উদ্দিন কালন। যুগ্ম সাধারণ সম্পাদক সাইবুর রহমান ও আব্দুন নুর, আইন বিষয়ক সম্পাদক ধনেশ চক্রবর্তী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কউসর উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক কৌশিক চন্দ্র দাস, ধর্ম বিষয়ক সম্পাদক দুলাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ছয়ফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা, শ্রম বিষয়ক সম্পাদক মকবুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক দিবাকর দাস, কোষাধ্যক্ষ মঞ্জু মিয়া প্রমুখ।