গার্ল গাইডস এসোসিয়েশন’র র্যাভেল অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৩, ৫:৫৫:২৪ অপরাহ্ন
প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের বিভাগীয় উপ পরিচালক মো. জালাল উদ্দিন বলেছেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতেগড়া বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন। কারিগরি ও শিক্ষার্থীদের মাঝে নীতি নৈতিকতা, নিজের অধিকার সম্পর্কে সচেতন করা, ভবিষ্যতের নতুন নেতৃত্ব তৈরিতে গার্ল গাইডস এসোসিয়েশন ও হলদে পাখি সম্প্রসারণ কার্যকর ভূমিকা রাখতে পারে।
শনিবার বিকেলে লাক্কাতুরাস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে ‘হলদেপাখি ডানা মেলে উড়বে স্মার্ট বাংলাদেশ গড়বে’ ১ম আঞ্চলিক ঝাঁক অবকাশ-২০২৩ এর ৩ দিনব্যাপি র্যাভেল অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে ও আঞ্চলিক ট্রেইনার সুফিয়া বেগম এবং দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক পূর্ণিমা দাশ তালুকদার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ঢাকার অর্থ কমিশনার কামরুন্নাহার, লাক্কাতুরা সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম।উপস্থিত ছিলেন উপদেষ্টা সালমা বাছিত, আঞ্চলিক সেক্রেটারী শাহানা জাফরীন রোজী, আঞ্চলিক কোষাধ্যক্ষ ফেরদৌসী খানম চৌধুরী, জেলা কমিশনার সিদ্দিকা খানম চৌধুরী, আঞ্চলিক সদস্য শাহানা বেগম, শিপ্রা দে, শারমিন সুলতানা, শর্মিলা শর্ম্মা, রোমানা আক্তার, অলক দাশ, তুলি, নেভী আক্তার প্রমুখ।
এছাড়াও সিলেট বিভাগের ৪ জেলা থেকে ৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, হলদে পাখি ও বিজ্ঞ পাখি, রেঞ্জার গার্ল গাইডস এসোসিয়েশন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি