সিলেটে ডেঙ্গুরোগী ১৩০০ ছাড়ালো
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৩, ১২:৪৫:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সারাদেশের সাথে পাল্লা দিয়ে সিলেটে বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। চলতি মওসুমে সিলেটে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু হলেও আক্রান্তের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেটে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ১১ জন। এরমধ্যে সিলেটে ১, হবিগঞ্জে ১, মৌলভীবাজারে ২ ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ৭ জন রয়েছেন। রোববার সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২১ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধিন রয়েছেন।রোববার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মওসুমে সিলেটে ডেঙ্গুরোগীর সংখ্যা ১৩০৯ জনে দাঁড়িয়েছে। রোববার পর্যন্ত সিলেট বিভাগে ২১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। এরমধ্যে সিলেটে ৪, হবিগঞ্জে ৪, মৌলভীবাজারে ৩ ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধিন রয়েছেন।জানা গেছে, চলতি অক্টোবর মাসের ১৫ দিনে সিলেটে ৯৯ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। এদিকে গত সেপ্টেম্বর মাসে সিলেটে ১ জন ডেঙ্গুরোগীর মৃত্যুর পাশাপাশি নতুন শনাক্ত হন ২৫৭ জন। গেল আগস্ট মাসে সিলেটে ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন ৫০৭ জন। এছাড়া চলতি মওসুমের ৭ মাসে অর্থাৎ জানুয়ারী-জুলাই মাসে শনাক্ত হয়েছেন ৪৪৬ জন।খোঁজ নিয়ে জানা গেছে, জানুয়ারী থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলতি মওসুমে সিলেট বিভাগে মোট ১ হাজার ৩০৯ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে সিলেট জেলার ২৪৬, সুনামগঞ্জের ৯৫, হবিগঞ্জের ৪৭৫, মৌলভীবাজারের ১১৬ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ৩৭৭ জন রয়েছেন।
এছাড়া রোববার (১৫ অক্টোবর) পর্যন্ত আক্রান্ত ১ হাজার ৩০৯ জনের মধ্যে ১ হাজার ২৮৮ জন পুরোপুরি সুস্থ হয়েছেন।