দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সিরাতুন্নবী মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৩, ৫:৫৭:১৯ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধীন মহানগর দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন (চট্ট-২৪৬১) এর উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ অফিসে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ট্রেড ইউনিয়ন সভাপতি মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখর উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেডারেশনের সিলেট মহানগর প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, ট্রেড ইউনিয়ন থানা-২-এর সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ হাওলাদার, দোকান কর্মচারী ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক শিবলুর রহমান শিপু, সাংগঠনিক সম্পাদক মিনু মিয়া ও সহ অর্থ সম্পাদক ইমন আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি