মাধবপুরে কয়েক লক্ষ টাকা নিয়ে ভুয়া এনজিও কর্মকর্তা উধাও
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৩, ৬:৫৫:৫৪ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ভিলেজ ডেভেলপমেন্ট সেন্টার নামে একটি ভুয়া এনজিও গ্রাহকদের সঞ্চয়ের টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা মাধবপুর থানায় সোমবার লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগসূত্রে ও ভুক্তভোগীরা জানায়, ভিলেজ ডেভেলপমেন্ট সেন্টার নামে একটি ভুয়া এনজিও উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর গ্রামের একটি বাড়িতে অফিস ভাড়া নেয়। অফিস ভাড়া নিয়ে উপজেলার জগদীশপুর, বেজুড়া, শ্যামপুর, করড়া, ইটাখোলাসহ প্রায় ২০টি গ্রামে মহিলাদের নিয়ে সমিতি গঠন করে। সমিতির সদস্যদের প্রলোভন দেওয়া হয় ১০ হাজার টাকা জমা দিলে ১ লাখ টাকার ঋণ এবং ২০ হাজার টাকা জমা দিলে ২ লাখ টাকা ঋণ দেওয়া হবে। গ্রামের সহজ সরল নারীরা তাদের প্রলোভনে পড়ে ১০ হাজার ও ২০ হাজার টাকা করে সঞ্চয় জমা করে। এভাবে ২০টি গ্রাম থেকে শতাধিক সমিতি থেকে সঞ্চয়ের কয়েক লাখ টাকা সংগ্রহ করে।
মাধবপুর থানায় অভিযোগ করা ইটাখোলা গ্রামের সুভাষ শীল বলেন, তার কাছ থেকে ঋণ দেওয়ার নাম করে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। সোমবার সকালে ঋণের টাকা আনতে গিয়ে দেখা যায় তাদের বেলঘরের অফিসে তালা। এ খবর শুনে শত শত সাধারণ নারী সদস্যরা বেলঘর অফিসে গিয়ে ভীড় জমায়। নোয়াপাড়া এলাকার সরস্বতী নামে এক ভুক্তভোগী বলেন, ঋণ পাওয়ার আশায় সঞ্চয় দিয়ে এখন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাধবপুর থানার ডিউটি অফিসার এসআই শিবানী দাশ অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।