চাল আর আমদানি নয়, রপ্তানির কথা ভাবছে সরকার: খাদ্যমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৩, ৮:০৭:৪২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন চাল আর আমদানি নয়, বরং রপ্তানি করার বিষয়ে ভাবছে সরকার। তিনি বলেন, ‘এ বছর বিদেশ থেকে চাল আমদানি করতে হয়নি। সামনের দিনগুলোতে আমরা বিদেশে চাল রপ্তানি করা যায় কিনা তা খতিয়ে দেখছি।’
সোমবার ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন খাদ্যমন্ত্রী। চলতি বছর খাদ্য দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়- ‘পানি জীবন পানিই খাদ্য, কেউ থাকবে না পিছিয়ে।’
খাদ্যমন্ত্রী বলেন, বোরো ফসল ভালো হয়েছিল। বোরোর মতো আমনের ফসলেরও বাম্পার ফলনের আশা করা যাচ্ছে। খাদ্য সংকট নাই, আমাদের দেশে দুর্ভিক্ষ হবে না। তবে ব্যবসায়ীদের সচেতন হতে হবে-ভোক্তাবান্ধব হতে হবে। দিনাজপুরে যে দামে চাল বিক্রি হয় সেই চাল ঢাকায় এসে অনেক বেড়ে যায়। এ প্রবণতা ছাড়তে হবে।