কোম্পানীগঞ্জে আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৩, ৮:১৮:৪৫ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নে আশা’র উদ্যোগে ৩দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এতে বিনামূল্যে অসহায় ও হতদরিদ্র মানুষেরা বিনামূল্যে এমবিবিএস ডাক্তার দেখিয়ে চিকিৎসাপত্র নিতে পারবেন এবং বিভিন্ন শারীরিক পরীক্ষা ও ফিজিওথেরাপী দিতে পারবেন।
সোমবার সকাল ১০টায় এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ হলরুমে এক উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম। আশা’র কোম্পানীগঞ্জ উপজেলা শাখার জেনারেল ম্যানেজার এসএম ফরিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সাদিয়া ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংক দয়ারবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল আজিজ, দয়ারবাজার ব্রাঞ্চের সিনিয়র এবিএম মনোরঞ্জন বৈষ্ণব, আশা দয়ারবাজার ব্রাঞ্চ ম্যানেজার এবিএম পায়েল, ব্রাঞ্চ শিক্ষা সুপারভাইজার মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, সোমবার, মঙ্গলবার ও বুধবার এই ৩ দিন সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। এছাড়া সারা বছর নামেমাত্র ২০ টাকা ফি’র মাধ্যমে সাধারণ রোগীরা দয়ারবাজার থেকে চিকিৎসা সেবা এবং স্বল্পমূল্যে সব ধরনের পরীক্ষা করাতে পারবেন বলে আশা’র ব্রাঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন।