জৈন্তায় সিআইডি’র কাছ থেকে ছিনিয়ে নেয়া হ্যান্ডকাপ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৩, ৮:৫৫:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় সিআইডি চোরাচালান বিরোধী অভিযান কালে তাদের নিকট থেকে ছিনিয়ে নেওয়া হ্যান্ডকাপ জৈন্তাপুর মডেল থানা পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। রোববার ভোর সাড়ে ৪টার দিকে ছিনিয়ে নেওয়া সিআইডি’র হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে বলে এই তথ্য নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক শাহীদ মিয়া।
পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার (১৩ অক্টোবর) রাত ৪ টার দিকে সিআইডি’র উপ-পরিদর্শক দীপরাজ ধর প্রিন্স তিনি সহ সিআইডি’র একটি টিম জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় ভারতীয় চোরাচালান বিরোধী কাজে ব্যবহৃত যানবাহন তল্লাসি শুরু করেন। এ সময় ৯শত ৮০ কেজি চা পাতা উদ্বার ও ১টি নাম্বার বিহীন ডিআই পিকআপ গাড়ী সহ আজগর আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নাম্বারবিহীন অপর ডিআই পিকআপ গাড়ী আটক করেন। গাড়ীতে থাকা চালক ধলাই মিয়া (১৯) স্বীকার করেন তার গাড়ীতে অবৈধ চোরাচালান মালামাল রয়েছে। একথা স্বীকার করলে চালক ধলাই মিয়াকে হ্যান্ডকাপ লাগিয়ে সিআইডি পুলিশ তাদের হেফাজতে নেন। তখন চোরাচালান ব্যবসার সাথে জড়িত অন্যান্য ব্যক্তিগণ সিআইডি পুলিশের উপর হামলা করে গাড়ী সহ আসামী ধলাই মিয়াকে হ্যান্ডকাপ সহ ছিনিয়ে নিয়ে যান। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সিআইডি পুলিশের অভিযোগ পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মির্জা শাফায়েত ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে আসামীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান করেন। জৈন্তাপুর থানা পুলিশ সিআইডি’র হাত থেকে পালিয়ে যাওয়া আসামি ফতেপুর ইউনিয়নের লামা শ্যামপুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র ধলাই মিয়া (১৯) এর বসতঘর তল্লাশি করে ছিনিয়ে নেওয়া সিআইডি’র হ্যান্ডকাপ উদ্ধার করতে সক্ষম হন।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম জানান, সিআইডি থানায় অভিযোগ দায়ের করার পর আমরা পুলিশ ফোর্স ঘটনাস্থলে প্রেরণ করেছি। আমাদের পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সিআইডি’র নিকট থেকে ছিনিয়ে নেওয়া হ্যান্ডকাপ উদ্বার করতে সক্ষম হয়েছে।