শ্রীমঙ্গলে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৩, ৫:১৯:২৩ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অজ্ঞান পার্টির ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প।গত রোববার দিবাগত রাত সাড়ে ৮টায় শ্রীমঙ্গলে অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির ওই ৫ সদস্যকে আটক করা হয়। সোমবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের সিনিয়র এএসপি (মিডিয়া) আব্দুল্লাহ আল নোমান।
আটকৃতরা হলো, জেলার কমলগঞ্জ উপজেলার দক্ষিণ রাজটিলা এলাকার মৃত তুফান আলীর পুত্র ইব্রাহিম মিয়া (৫৯), একই উপজেলার বালিগাঁও এলাকার মৃত মতি মিয়ার পুত্র মোঃ শাহাব উদ্দিন (৩৪), একই উপজেলার নগর এলাকার মৃত কলিম উল্লাহ চৌধুরীর পুত্র মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (৩৩), একই উপজেলার দক্ষিণ রাজটিলা এলাকার ইব্রাহিম মিয়া’র পুত্র শরীফ মিয়া (২৩) ও জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর এলাকার হাবিব মিয়ার পুত্র জুবায়ের মিয়া (২৮)।
র্যাব সুত্র জানায়, চলতি বছরের ২৫ সেপ্টেম্বর দুপুরে ছাবিয়া বেগম নামের এক মহিলা জেলার বড়লেখা উপজেলার বড়লেখা বাজারস্থ পূবালী ব্যাংক থেকে ৭৫ হাজার টাকা উত্তোলন করেন। টাকা উঠানোর পর ২ হাজার টাকা আলাদা রেখে বাকি ৭৩ হাজার টাকা ভ্যানেটি ব্যাগে করে নিয়ে ব্যাংক থেকে বের হন। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তার নাক ও মুখে সংজ্ঞা বিলোপকারী পদার্থ নিক্ষেপ করে। এতে তিনি স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেললে তারা তার ব্যাগে থাকা নগদ ৭৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ছাবিয়া বেগমের ছেলে আব্দুল আজিজ বাদী হয়ে বড়লেখা থানায় অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে ২৬ সেপ্টেম্বর চুরির মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।