এপেক্স ক্লাব গ্রীণ হিলসের শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৩, ৫:৩৪:২৮ অপরাহ্ন
এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস্ জেলা-৪ এর উদ্যোগে আলোচনা সভা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান রোববার নগরীর তালতলাস্থ শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়।
এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের সভাপতি এপেক্সিয়ান এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান আক্তার হোসেন খান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান সাহেদুর রহমান সাহেদ, জেলা গভর্নর-৪ এপেক্সিয়ান জালাল উদ্দীন, গ্রীন হিলস এর অতীত সভাপতি এপেক্সিয়ান এডভোকেট মোঃ আব্দুল খালিক, সার্ভিস ডাইরেক্টর এপেক্সিয়ান ইয়াসিন আলী, শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল এর শিক্ষক নীলয়, সাদিকুর রহমান প্রমুখ।
পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। বিজ্ঞপ্তি