নগরে মার্কেটের বর্জ্যে নষ্ট হচ্ছে পরিবেশ
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৩, ৭:৫১:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর বিভিন্ন এলাকায় দোকানপাট-মার্কেটের ময়লা ও বর্জ্যে নষ্ট হচ্ছে পরিবেশ। এসব মার্কেট বা দোকানের নেই কোনো ডাস্টবিন, নেই আলাদা করে ময়লা ফেলার কোনো ব্যবস্থাও। ফলে সারাদিনের ময়লা ও বর্জ্য তারা রাতে মার্কেটের সামনে রাস্তায় ফেলে দেয়। এক্ষেত্রে অনেকটাই উদাসিন নগর কর্তৃপক্ষ।
নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, রিকাবীবাজার, চৌহাট্টা এবং আম্বরখানা এলাকায় এই চিত্র বেশি দেখা যায়। ফলে রাত বারোটার পর এসব রাস্তা দিয়ে পথচারীদের হেঁটে যাওয়া মুশকিল হয়ে যায়। দীর্ঘদিন থেকে এভাবেই চলে আসছে। রাতে সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এসব ময়লা পরিষ্কার করে ট্রাক দিয়ে নিয়ে যেতো। এক্ষেত্রে মেয়র ছিলেন কঠোর। তবে ইদানীং তা দেখা যায় কম।
অনেকে বলছেন, মেয়র আরিফ আর কিছু দিন পর বিদায় নেবেন। তাই হয়তো সংশ্লিষ্ট দায়িত্বরতরা আয়েশি ভাব নিয়েছেন। দায়িত্ব এড়িয়ে চলছেন।
তাই পরিষ্কার হয়না ঠিকমতো। প্রায়ই রাতে ফেলা এসব ময়লার স্তুপ দিনেও পড়ে থাকে রাস্তায়। ফুটপাতের পাশে রাস্তায় থাকা এসব ময়লা দুর্গন্ধ ছাড়ানোর সাথে সাথে নোংরা করে পরিবেশ। পথচারীদের কাপড়ে ময়লা লেগে যায়।
মঙ্গলবার সরেজমিন দেখা যায়, সকাল ১০টার দিকে নগরীর জিন্দাবাজারে বিভিন্ন দোকান ও মার্কেটের সামনে ময়লার স্তুপ। রাজা ম্যানশনের সামনে দেখা যায় ময়লা রাস্তা ছাপিয়ে ফুটপাতেও ছড়াচ্ছে। কিছু কুকুর তা টেনে টেনে নির্বিঘ্নে ছড়িয়ে দিচ্ছে। সকালের পূবালি রোদে শুকনো ময়লা বাতাসে উড়ে বেড়াচ্ছে। এতে আশপাশের পরিবেশ যেমন নোংরা হচ্ছে তেমনি বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের কাছে সিলেট একটি অপরিচ্ছন্ন নগরী হিসেবেই প্রতিয়মান হচ্ছে। একে সিসিক কর্তৃপক্ষের গাফিলতি এবং দোকান মালিকদের আন্তরিকতা ও রুচিবোধের অভাব হিসেবে মনে করছেন পথচারীরা।