গাজায় ১৬ সাংবাদিক নিহত
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৩, ৭:৪৭:৩৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় অন্তত ১৬ সাংবাদিক নিহত হয়েছেন। এদের মধ্যে ১২ জন ফিলিস্তিনি, তিনজন ইসরায়েলি এবং একজন লেবানিজ। নিউইয়র্ক ভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) ও আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে। সর্বশেষ মঙ্গলবার ভোরে উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।
সিপিজে এক বিবৃতিতে বলেছে, গাজার সাংবাদিকরা উচ্চ ঝুঁকির সম্মুখীন হয়। কারণ তারা ইসরায়েলি সেনাদের স্থল হামলা, বিমান হামলা, যোগাযোগ বিঘ্নিত এবং ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের মুখে সংঘর্ষের খবর সংগ্রহের চেষ্টা করছেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, হামলায় আট সাংবাদিক আহত হয়েছেন এবং তিন সাংবাদিক নিখোঁজ বা আটক হয়েছেন।