সমুজ আলী উচ্চ কলেজে নবীনবরণ অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৩, ৮:১২:০৫ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ঐতিহ্যবাহী সমুজ আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।মঙ্গলবার সমুজ আলী কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষার্থীদের প্রথমেই ফুল দিয়ে বরণ ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ অসীম মোদক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রব্বানী চৌধুরী, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. বদরুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মজিবুর রহমান, সাবেক বৃহত্তর লক্ষিপুর ও সুরমা ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মাষ্টার, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, আওয়ামীলীগ নেতা বিনয় ভূষণ পুরুকাস্থ, অফিস সহকারী আব্দুল ছাত্তার, দাতা সদস্য মো. তালেব আলী, বিদ্যোৎসাহী সদস্য মো. ইকবাল হোসেন, মো. আহসান উদ্দিন, অভিভাবক মো. আলাউদ্দিন, মো. আম্বর আলী, মো. মোশারফ হোসেন, শিক্ষক প্রতিনিধি মো. গোলাম কিবরিয়া, জালাল উদ্দিন, মোছাঃ আছমা বেগম প্রমুখ।