দোয়ারায় নবাগত ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৩, ৫:১৩:১৭ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে নবাগত উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনুর সাথে দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ পরিচিতি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা বজলুর রহমান, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সহসভাপতি আবু সালেহ মো. আলা উদ্দিন, সাধারণ সম্পাদক আশিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, অর্থ সম্পাদক আশিস রহমান, প্রচার সম্পাদক সেলিম আহমদ, দপ্তর সম্পাদক আবু বকর, সদস্য মোহাম্মদ আলী প্রমুখ। এসময় নবাগত ইউএনও নেহের নিগার তনু প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে তাঁর কর্মকালীন সার্বিক সহযোগিতা কামনা করেন।