ইঁদুর নিধনকারী কৃষকদের পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৩, ৫:৫০:৪২ অপরাহ্ন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন খান বলেছেন, কৃষি ও কৃষকের সম্পদ রক্ষায় ইঁদুর নিধন অত্যাবশ্যকীয় একটি কর্মসূচী। এর মাধ্যমে সারা বছর আধুনিক ও বিভিন্ন কৌশল ব্যবহার করে ইঁদুর দমন করতে হবে। ইঁদুরের প্রজনন শুরুর পূর্বেই ইঁদুর নিধন করা দরকার।
তিনি মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে সিলেট জেলা ও উপজেলা পর্যায়ে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন এবং ২০২২ সনে সর্বোচ্চ সংখ্যক ইঁদুর নিধনকারী কৃষক, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুব্রত দেবনাথ এর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নূরে আলম সিদ্দিকী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের জেলা প্রশিক্ষণ অফিসার, অতিরিক্ত উপপরিচালক, উপজেলা কৃষি অফিসারবৃন্দ, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তাসহ কৃষক-কৃষণী প্রমূখ।অনুষ্ঠানে অঞ্চল পর্যায়ে সর্বোচ্চ ইঁদুর নিধনকারী ৩ জন উপসহকারী কৃষি কর্মকর্তা ও ২ জন কৃষকের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।