শিব প্রসাদ সেন স্মরণে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সভা
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৩, ৬:৩১:৩৭ অপরাহ্ন
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, শিক্ষার প্রতি প্রফেসর শিব প্রসাদ সেনের আজীবন প্রতিশ্রুতি এবং একাডেমিক সম্প্রদায়ের ওপর তার উল্লেখযোগ্য প্রভাব সবসময় অনুরণিত হবে।
বুধবার সকাল ১০ টায় প্রফেসর এম. হাবিবুর হলে মরহুম প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর শিব প্রসাদ সেন স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফার সভাপতিত্বে ও রেজিস্ট্রার তারেক ইসলামের সঞ্চালনায় শোকসভায় বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাক। বক্তব্য রাখেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর চৌধুরী এম. মোকাম্মেল ওয়াহিদ, প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ছাত্র কল্যাণ উপদেষ্টা ড. এম জেড আশরাফুল, আইকিউএসির অতিরিক্ত পরিচালক দেবাশীষ রায়, ডেপুটি রেজিস্ট্রার মিহিরকান্তি চৌধুরী প্রমূখ।
বক্তারা প্রফেসর শিব প্রসাদ সেনের অসাধারণ জীবন ও অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন। প্রয়াত ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি