ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৩, ৬:৪০:০০ অপরাহ্ন
ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটি সিলেট এর কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমির হলরুমে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে কার্তিক পাল এবং সাধারণ সম্পাদক পদে আতাউর রহমান বিজয়ী হয়েছেন।
সকাল ১০টা থেক বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ এবং গননা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শাহাজান খসরু। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নির্বাচন কমিশনার এম ইকবাল হোসেন, মো. মামুনুর রশিদ, আবুল হোসেন ও রহমত আলী।
নির্বাচনে সভাপতি পদে কার্তিক পাল ১১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সিনিয়র সহ সভাপতি পদে শাহিনুর রহমান ও সহ সভাপতি পদে মিন্টু মিয়া বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আতাউর রহমান, সহ সাধারণ সম্পাদক পদে আলী আহমদ গৌছ জয়ী হন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে শামীম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক পদে মজনু মিয়া, অর্থ সম্পাদক পদে মো. সাজু আহমদ, দপ্তর সম্পাদক পদে জাবেদ আহমদ, সহ দপ্তর সম্পাদক পদে রুপন পাল, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আল আমিন, সহ সাংস্কৃতিক সম্পাদক পদে রেজওয়ান আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. শরিফ বিজয়ী হয়েছেন। প্রচার সম্পাদক পদে মো. রেদুয়ান করিম রাহী, সহ প্রচার সম্পাদক পদে সাকিবুল হাসান রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে এনাম মিয়া ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে নজরুল ইসলাম, নয়ন দেব ও কার্যকরী সদস্য পদে অনন্ত মজুমদার, ফয়সল আহমদ ও আব্দুস সালাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বিজ্ঞপ্তি।