শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধান: ওবায়দুল কাদের
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৩, ৭:৫৪:২১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের প্রতি কর্মসূচিতেই শেষ বার্তা দেয়। আমরা তাদের শেষ বার্তা দিচ্ছি- আমাদের নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকবেন আগামী নির্বাচনকালীন সরকারের প্রধান। তার অধীনেই নির্বাচন হবে। জনগণের রায়ে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। বুধবার শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে রাজধানী বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি।