ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৩, ৭:২৪:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পুরাতন রেলস্টেশনের দুই নম্বর প্লাটফর্ম এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুমন আহমদ (৪০)। তিনি উপজেলার মোল্লারগাও ইউনিয়নের হাজরাই চৌধুরীগাঁওয়ের কটু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে সুমন আহমদ রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিলেট রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ট্রেনে কাটা পড়ে ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।