বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, রূপ নিতে পারে নিম্নচাপে
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৩, ৭:৫৫:০২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। প্রথমে এটি লঘুচাপ ও পরবর্তীতে পরিণত হতে পারে নিম্নচাপে। বুধবার ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছেন। ভারতের আবহাওয়া বিজ্ঞানী এম শর্মা জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার মধ্য বঙ্গোপসাগরে এসে লঘুচাপে রূপ নিতে পারে। এরপর এটি আরো শক্তি সঞ্চয় করে আগামী মঙ্গলবার রূপ নিতে পারে নিম্নচাপে। ঘূর্ণাবর্তটি নিম্নচাপে রূপ নেয়ার পর বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও মিয়ানমারের উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে।
এদিকে বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। ঘূর্ণাবর্তটি শক্তি সঞ্চয় করে পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রুপ নেবে কিনা, এখনই কিছু বলা যাচ্ছে না। তবে ঘূর্ণিঝড় সৃষ্টি না হলেও আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।