ফিলিস্তিনে সহিংসতা বন্ধে এমসি কলেজে বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৩, ৮:০৯:৩৭ অপরাহ্ন
ফিলিস্তিনের গাজায় অবৈধ দখলদার ইসরাইলী বাহিনীর বর্বরোচিত হামলা ও মুসলিম গণহত্যার প্রতিবাদে এমসি কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার এমসি কলেজের সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। কলেজের শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে কলেজ গেইটে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।এমসি কলেজের শিক্ষার্থী সাব্বির আহমদের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন কলেজের শিক্ষার্থী সাঈদ খান, কাউসার শিহাব, মামুন আহমদ, জাহেদ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় জালেম ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে জাতিসংঘসহ শান্তিকামী দেশগুলো কার্যকরী উদ্যোগ নিতে ব্যর্থ হচ্ছে। ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলায় মানবিক বিপর্যয় ঘটেছে। খাবার পানি ও চিকিৎসার অভাবে বহু ফিলিস্তিনি নারী শিশু মারা যাচ্ছে। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন ও সম্পূর্ণ ভূখন্ড ফিরিয়ে দেওয়া ছাড়া এই সঙ্কটের সমাধান নেই। বিজ্ঞপ্তি