জৈন্তায় ভারতীয় চিনিসহ গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৩, ৮:১৫:২৬ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে চোরাচালান রোধের অংশ হিসাবে পুলিশের অভিযানে ২০ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানায়, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম এর দিক নির্দেশনায় মঙ্গলবার রাত ২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সারিঘাট এলাকা থেকে ২০ বস্তা ভারতীয় চিনি সহ ২ জনকে আটক করে।আটককৃতরা হল, দরবস্ত গ্রামের জিয়াউল হকের ছেলে শিব্বির (২২) ও কাজির পাতন গ্রামের হাসান আহমেদ এর ছেলে মাহবুব (২২)।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, চোরাচালান রোধে থানা পুলিশ অভিযান পরিচালনা করছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।