বর্ডার গার্ড পাবলিক স্কুলে শেখ রাসেল দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৩, ৮:৩৩:৩০ অপরাহ্ন
বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়। শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের পরিচালনায় প্রাথমিক শাখার সকল শিক্ষার্থীসহ অন্যান্য সকল শ্রেণীর শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি+ উপ মহাপরিচালক সেক্টর কমান্ডার সিলেট ও সভাপতি গভর্নিং বডি বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ।
অনুষ্ঠানের শুরুতে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বর্ণাঢ্য র্যালি, শেখ রাসেল দেয়ালিকা পরিদর্শন, গাছের চারা রোপন সহ সকল কার্যক্রম এর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। পরিশেষে প্রধান অতিথি নির্ভীক দুরন্ত দুর্জয় শেখ রাসেলের স্বপ্নের কথা শিশু শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেন। তিনি তার বক্তব্যে সকল শিক্ষার্থীদের সুশৃংখলভাবে জীবন গঠনের জন্য ও পড়ালেখায় আরো মনোযোগী হতে উৎসাহিত করেন।