গাজার হাসপাতালেও নির্মম বিমান হামলা
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৩, ৯:১৯:৫৩ অপরাহ্ন
নিহত ৫শ’, প্রতিবাদে বাইডেনের সাথে বৈঠক বাতিল
জালালাবাদ রিপোর্ট : গাজার একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলছেন এই ঘটনা কীভাবে হল তা তাদের জানা নেই, তারা খোঁজ নিচ্ছে।বিবিসি সংবাদদাতারা এই খবরগুলি পৃথকভাবে নিশ্চিত করার চেষ্টা করছেন। প্রাথমিক ভাবে যেটা জানা যাচ্ছে য গাজা ভূখন্ডের কেন্দ্রস্থলে অবস্থিত ব্যাপটিস্ট হসপিটালে এই বিমান হামলা হয়েছে।
ঘটনাস্থলে বিবিসির সংবাদদাতা :
বিবিসির সংবাদদাতা টম বেটম্যান আল আহলি আরব হাসপাতালে পৌঁছিয়েছেন। তিনি জানান, চার দিকে রক্তাক্ত, নিস্তব্ধ মানুষগুলো পড়ে আছেন। বিদ্যুৎ নেই, তাই অন্ধকারের মধ্যেই তাদের স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। হাসপাতালের বাইরে শব পড়ে আছে, বিধ্বস্ত গাড়ি দেখতে পান বিবিসি সংবাদদাতা।কিছু ভিডিও বিবিসির কাছে এসেছে, যেগুলো যাচাই করে দেখা সম্ভব হয় নি। ওই ভিডিওতে দেখা যাচ্ছে একটা বিরাট বিস্ফোরণ হচ্ছে। স্থানীয়রা বলছেন হাসপাতালের একটা বড় হলে আশ্রয় নিয়েছিলেন কয়েকশো মানুষ।
অসামরিক প্রতিরক্ষা কর্মীরা জানাচ্ছেন ইসরায়েলি বিমান হামলার কারণেই ওই বিস্ফোরণ ঘটে। কয়েকশো মানুষ ধ্বংস্তূপে আটকিয়ে পড়েছেন। মধ্য গাজায় হামলার শিকার ওই হাসপাতালে কর্মরত এক চিকিৎসকের সঙ্গে কথা বলেছে বিবিসি যিনি নিজের নাম প্রকাশ করতে চান নি।বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজআওয়ার অনুষ্ঠানে তিনি বলেন, হামলাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে প্রায় চার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। তিনি আরও বলেন, হাসপাতালের ৮০ শতাংশ কাজ বন্ধ হয়ে গেছে এবং বিস্ফোরণে শত শত মানুষ নিহত বা আহত হয়েছে।
এদিকে, গাজার একটি হাসপাতালে মঙ্গলবার রাতে বিস্ফোরণের ফলে শত শত মানুষের মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বুধবারের অনুষ্ঠিতব্য বৈঠক বাতিল করে দিয়েছেন আরব নেতৃবৃন্দ। তবে প্রেসিডেন্ট বাইডেনের তেল আবিব সফর বাতিল হয়নি।যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি অবশ্য বলেছেন, জর্ডান সফর বাতিলের সিদ্ধান্ত ‘উভয় পক্ষের সম্মতির’ ভিত্তিতে নেয়া হয়েছে।ইসরায়েল সফর শেষে জর্ডানের রাজধানী আম্মানে যাওয়ার কথা ছিল প্রেসিডেন্ট বাইডেনের। সেখানে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের কথা ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের।
হামাস বলছে এটা যুদ্ধাপরাধ :
গাজায় হামাস কর্তৃপক্ষের মিডিয়া দপ্তর বলছে গাজার হাসপাতালে হামলা যুদ্ধাপরাধের সামিল। তারা বিবৃতি দিয়ে বলেছে, ওই হাসপাতালে কয়েকশো অসুস্থ ও আহত মানুষ ছিলেন, যারা, সম্ভবত, আগের বিমান হামলাগুলো কারণে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বহু মানুষ এখনও ধ্বংস্তূপের নীচে আটকিয়ে আছেন, জানিয়েছে হামাস।গাজার আল আহলি হাসপাতালে বিমান হামলায় নিহতদের উদ্দেশ্যে তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।