সিলেট সেন্ট্রাল কলেজের নবীনবরণ
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৩, ৬:৪৬:২৬ অপরাহ্ন
মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর বলেছেন, সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই। মেধাবীরাই জাতির প্রেরণার উৎস। বুধবার সিলেট সেন্ট্রাল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন। সিলেট সেন্ট্রাল কলেজের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে ও কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মনিকা চক্রবর্ত্তী ও ইতিহাস বিভাগের প্রভাষক সিরাজুল ইসলাম এর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ খান শাকিল। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি সিএসই বিভাগের সহযোগী অধ্যাপিকা ড. সাদিয়া সুলতানা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের ভাইস চেয়ারম্যান আক্কাস আলী, এডভোকেট সিরাজুল ইসলাম, কলেজের গভর্নিং বডির সদস্য মাষ্টার নুরুল হক ও কলেজের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলেজের কো-অর্ডিনেটর ও জীববিজ্ঞান বিভাগের প্রভাষক সুরাইয়া খন্দকার, বাংলা বিভাগের প্রভাষক মাহমুদ কামাল, ফিরোজা আক্তার, আই, সিটি মোঃ মোর্শেদ আলম, গণিত বিভাগের প্রভাষক মোঃ বাবুল আখতার, রসায়ন বিভাগের প্রভাষক মোঃ আলী জাহেদ, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ শহীদুল ইসলাম সুমন, পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক তামান্না ফেরদৌস তান্নি ও সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক ফাতেমা রহমান রীম প্রমুখ।
অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের শিক্ষার্থী মিনহাজ তালুকদার দ্বীপ ও গীতা পাঠ করে ইমন দেব জাতীয় সংগীতে মাহিমা মেহেরুন ও এহসান রাহী। বিজ্ঞপ্তি