আঞ্চলিক শ্রম দপ্তরের নতুন উপপরিচালকের সাথে শ্রমিক কল্যাণ নেতৃবৃন্দের সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৩, ৮:০৮:১১ অপরাহ্ন
সিলেটের আঞ্চলিক শ্রম দপ্তরের নতুন নিয়োগকৃত উপ পরিচালক মোঃ আবূ হাসানাতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর নেতৃবৃন্দ। বুধবার দুপুরে শ্রমিক কল্যাণের মহানগর ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে নবাগত উপপরিচালককে ফুলেল শুভেচছা জানানো হয়।
উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক ও ট্রেড ইউনিয়ন থানা-২ এর সভাপতি মোঃ দিলশাদ মিয়া, সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবুবকর সিদ্দিক, সিলেট সদর অটো রাইছমিল ড্রাইভার শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সিলেট জেলা কৃষিজীবি শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহমুদুল আলম, সাধারণ সম্পাদক আলম আহমদ, সিলেট জেলা মৎস্যজীবি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মালিক ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ভুইঁয়া প্রমূখ।
সাক্ষাৎকালে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে। নবাগত উপপরিচালক সিলেটের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় থাকবেন বলে আমাদের প্রত্যাশা। বিজ্ঞপ্তি