বাঘায় ছাত্রলীগের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৩, ৭:৫১:১৭ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি : দেশজুড়ে রাষ্ট্রদ্রোহী প্রোপাগাণ্ডা প্রচারকারীদের বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জে বাঘা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার বাঘা ইউনিয়নের পরগনা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাঘা ইউনিয়ন আ’লীগ নেতা মো. আখলিছুর রহমানের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগ নেতা সাহেদুল ইসলাম সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সদস্য মো. আর্জমন্দ আলী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকির হোসেন, উপ-ক্রীড়া সম্পাদক মাসুম আহমদ, জেলা ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ, বাঘা ইউনিয়ন যুবলীগ নেতা নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা ফরহাদ আহমদ। এছাড়াও মানববন্ধন ও প্রতিবাদ সভায় বাঘা ইউনিয়ন ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।