শাহজালাল জামেয়ায় সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৩, ৭:৫৪:২৭ অপরাহ্ন
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ মিরাবাজারে বৃহস্পতিবার সীরাতুন্নবী (সা.) মাহফিলের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা মোঃ আব্দুর রশিদ এর পরিচালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ হাবীবুল্ল্াহ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে রাসূল (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল (সা.) কে আদর্শ হিসেবে গ্রহণের পরামর্শ দেন। মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ (বালক) সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক মুহিব আলী ও সহকারী শিক্ষক মাওলানা মাসউদ আহমদ খান প্রমুখ। নাতে রাসূল পেশ করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহদী ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ সাদ। মাহফিলে রাসূল (সা.) এর জীবনীর উপর সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি