জিডিএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষককে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৩, ৭:৫৬:৩১ অপরাহ্ন
গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিফেক দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ছালাম মিয়া অন্যত্র যাওয়া উপলক্ষে জিডিএফ আয়োজিত এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর পশ্চিম জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য দেওয়ান ছালামত রাজা চৌধুরী, ব্যবস্থাপক স্বপন মাহমুদ, সদস্য ফাতেমা বেগম, জেসমিন আক্তার, শারমিন আক্তার রেবা, শিক্ষক জয়দ্বীপ রায়, বায়জিদ শিপন, ধর্মীয় শিক্ষক মাওলানা আনিস প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক ছালাম মিয়া। অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি। অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধিত শিক্ষক ছালাম মিয়াকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সহ জিডিএফ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি