দেড়শ সেতু উদ্বোধন প্রধানমন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৩, ৮:৩২:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাতকে সুরমা নদীতে একটি সেতুসহ ৩৯টি জেলায় একদিনে দেড়শ’ সেতু উদ্বোধন করেছেন।
তিনি বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত সেতুগুলোর উদ্বোধন করেন।
সেতুগুলোর মধ্যে ছাতকে সুরমা নদীতে সেতু ছাড়াও ময়মনসিংহ বিভাগে ৪০টি, ঢাকায় ৩২টি, চট্টগ্রামে ২৭টি, রাজশাহীতে ২২টি, খুলনায় ১২টি, বরিশাল ও রংপুরে আটটি করে সেতু।
সুনামগঞ্জ জেলার ছাতক- দোয়ারাবাজার উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল সুরমা নদীর উপর সেতু নির্মাণ। ৪০৩ মিটার দীর্ঘ ১৫ মিটার প্রস্তের এই সেতু তৈরিতে খরচ হয়েছে ১২৬ কোটি ৭০ লাখ টাকা। ইতোপূর্বে এই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে।
সুরমা সেতু নির্মাণের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন দোয়ারাবাজার উপজেলার সঙ্গে সিলেট সুনামগঞ্জ ও ঢাকাসহ সারাদেশের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। দোয়ারবাজার ও ছাতক উপজেলার ৫ লাখ মানুষের স্বপ্ন পূর্ণ হয়েছে। এছাড়া শিল্পনগরী ছাতকের লাফার্জ সুরমা ও ছাতক সিমেন্ট ফ্যাক্টরির পণ্য পরিবহনের বিপ্লব ঘটেছে।
এসময় প্রধানমন্ত্রী বলেছেন, এসব সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়ন ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচন হবে। উৎপাদিত কৃষি পণ্য ঢাকাতে নিয়ে যাওয়া-আসাতেও সময় কমবে অনেক। এসব সেতু প্রান্তিক জনগোষ্ঠীর সড়ক যোগাযোগে ঘটাবে ব্যাপক উন্নতি। তিনি বলেন, দেশকে আরও উন্নত করাই সরকারের প্রধান লক্ষ্য।