দুর্গাপূজা উপলক্ষে নগরবাসীকে আনোয়ারুজ্জামানের শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৩, ৫:২৯:৩৭ অপরাহ্ন
সনাতন ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সিলেট নগরবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশেনের নবনির্বাচিত মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী।শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আবহমান কাল থেকে উৎসব আর ঐতিহ্যকে নিয়ে আঁকড়ে আছে বাঙ্গালী জাতি। এর ব্যতিক্রম নয় দুর্গাপূজাও। পূজা উপলক্ষে এক মিলন মেলার অবতারণা ঘটে। দুর্গাপূজার মিলন মেলায় অংশগ্রহণ করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ। এ জন্যই বলা হয়, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, জাতীয় সংসদ নির্বাচন সমাগত। নির্বাচনকে সামনে রেখে একটি চক্র দেশে জটিল পরিস্থিতি বিরাজ করার অপচেষ্টা চালাচ্ছে। সেই দিকে আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের সাথে সকল ধর্মাবলম্বী মানুষের শান্তি ও সহাবস্থানের ইতিহাসকে ধারাবাহিকতায় এই বছরের পূজা উদযাপন ও অতীতের ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করবে। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়সহ সকল মানুষের জীবনে শান্তির বার্তা বয়ে আনবে এই প্রত্যাশা করি।
তিনি শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দেশবাসীর সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি