গাজায় গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৩, ৬:৩০:৩৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর সদর উপজেলার জয়নগর বাজারে তৌহিদী জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি বাজার প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে ও হাফিজ এমদাদুল হক ও মাওলানা হাফিজুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢালা মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল ইসলাম।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা শিব্বির আহমদ, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা আলফাজুর রহমান, মাওলানা সাঈদুর রহমান, মাওলানা মোস্তাক আহমেদ, সমাজ সেবক কামরুল হাসান।
বক্তারা বলেন, সত্তর বছর ধরে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের নারী, শিশুসহ সাধারণ মানুষের উপর দমন পীড়ন চালিয়ে আসছে। ইসরায়েলি বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এখন তারা মানবাধিকারের সকল আইন কানুন, জেনেভা কনভেনশনসহ জাতিসংঘের সকল বিধি বিধান ভুলুন্ঠিত করে মসজিদ, স্কুল এমনকি হাসপাতালও নির্বিচারে হামলা চালিয়ে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এই নির্বিচারে গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। একই সঙ্গে বিশ্ব মুসলিমদের এক হয়ে মানবিক সহায়তা ছাড়াও সরকারিভাবে সৈন্য পাঠিয়ে মজলুমদের পাশে দাঁড়ানোর আহবান জানান তারা।