৪ ভারতীয় শহর ভ্রমণে নাগরিকদের কানাডার সতর্কবার্তা
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৩, ৬:৩৭:২৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড ঘিরে ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনে জড়িয়ে পড়া কানাডা নয়াদিল্লি থেকে কূটনীতিকদের প্রত্যাহারের পর এবার তার নিজ দেশের নাগরিকদের ভারত ভ্রমণ বিষয়ক সতর্কবার্তা দিয়েছে।শুক্রবারের ওই সতর্কবার্তায় কানাডার সরকারের পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, রাজধানী নয়াদিল্লি, মুম্বাই, চন্ডীগড় ও বেঙ্গালুরুতে ভ্রমণের সময় নাগরিকরা যেন অবশ্যই নিজেদের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকেন এবং কোথাও কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ না করেন। ভারতে কানাডার প্রধান দূতাবাস নয়াদিল্লিতে অবস্থিত। এছাড়া মুম্বাই, চন্ডীগড় ও বেঙ্গালুরুতে কনস্যুলেট কার্যালয় রয়েছে কানাডার।
সতর্কবার্তায় বলা হয়, কানাডা ও ভারতের সাম্প্রতিক যে কূটনৈতিক সম্পর্ক, তা আমলে নিয়ে ভারতের গতানুগতিক সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কানাডার নেতিবাচক ভাবমূর্তি তৈরির চেষ্টা চলছে। রাজধানী নয়াদিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে কানাডাবিরোধী মিছিল ও বিক্ষোভ হওয়ার তথ্যও আমরা পেয়েছি। এই পরিস্থিতে কানাডার সরকারের আশঙ্কা, ভারতে বিশেষ করে রাজধানীসহ এই চারটি শহরে গেলে কানাডার নাগরিকরা হয়রানী ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হতে পারেন। এই কারণে ভারতে ভ্রমণরত বা ভ্রমণে যেতে ইচ্ছুক কানাডীয়দের প্রতি সরকারের আহ্বান- ভ্রমণের সময় অবশ্যই সতর্কতা মেনে চলবেন এবং বিশেষ করে রাজধানী নয়াদিল্লি ও তার আশপাশের শহর, মুম্বাই, চন্ডীগড় এবং বেঙ্গালুরুতে ভ্রমনের সময় উচ্চ সতর্কতা মেনে চলবেন। এসব শহরে ভ্রমণের সময় অপরিচিত স্থানীয় লোকজনের সঙ্গে কথাবার্তা যতখানি সম্ভব কম বলবেন এবং নিজের যে কোনো প্রকার ব্যক্তিগত তথ্য প্রকাশের ব্যাপারে অত্যন্ত সাবধান থাকবেন।
শুক্রবার দিনের শুরুতেই নয়াদিল্লির দূতাবাস থেকে ৪১ জন কর্মকর্তাকে প্রত্যাহার করে নিয়েছে কানাডা। তারপরেই এলো এই সতর্কবার্তা।