ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন : উত্তাল সিলেট, মসজিদে মসজিদে দোয়া
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৩, ৮:০৬:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলা, হত্যাযজ্ঞ ও আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার ক্ষোভ-বিক্ষোভে সিলেট ছিল উত্তাল। জুমআ’র পর মসজিদে-মসজিদে হয়েছে বিশেষ দোয়া। এরপর মসজিদগুলো থেকে মিছিল শুরু হয়ে মিলিত হয় কোর্ট পয়েন্টে। এতে অংশ নেন শত শত মুসল্লি।
বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনিদের পক্ষে ও ইসরায়েলের বিরুদ্ধে নানা স্লোগান দেন মুসল্লিরা। এ সময় তারা জাতিসংঘের কড়া সমালোচনাও করেন তারা। অনেক মুসল্লির হাতে ফিলিস্তিনের পতাকাও দেখা যায়।
মুসল্লিরা ফিলিস্তিনের পতাকা এবং গাজায় ইসরাইলি হামলায় হতাহতের ছবি ও বিধ্বস্ত ভবনের ছবি বহন করছিলেন। এসময় তারা আমেরিকা ও ইসরাইলবিরোধী নানা শ্লোগান দেন।
তারা ইসরায়েলের আগ্রাসন ও নির্বিচারে নারী-শিশুকে হত্যার বিচার দাবি করে স্লোগান দিতে থাকেন। একইসঙ্গে তারা ইসরায়েল নিপাত যাক বলেও স্লোগান দেন। এসময় আইনশৃঙ্খলাবাহিনী সতর্ক অবস্থানে থাকলেও মিছিলে বাধা দেয়নি।
এর আগে ফিলিস্তিনে নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য শাহজালাল রহ. দরগাহ মসজিদ ও কুদরত উল্লাহ জামে মসজিদসহ সিলেটের সবকটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কুদরত উল্লাহ মসজিদসহ নগরের বেশ কিছু মসজিদে শুক্রবার থেকে ফজরের নামাযে কুনূতে নাযিলা অনুষ্ঠিত হচ্ছে।
ইসলাম এবং মুসলমানেরা বিশেষ কোনো বিপদে পড়লে বিপদ থেকে মুক্তির জন্য কুনুতে নাজেলা পড়ার নিয়ম রয়েছে। শত্রু থেকে রক্ষা, শত্রুর হেদায়েত কামনা অথবা তার ধ্বংস কামনার জন্য কুনুতে নাজেলা পড়া সুন্নাত। তবে বিশেষ মুহুর্ত অর্থাৎ কঠিন বিপদ, যুদ্ধকালীন সময় বা এমন বিপদ সংকুল পরিস্থিতিতেই শুধু কুনুতে নাজেলা পড়ার নিয়ম।