আব্দুল হাকিম তাপাদার আর নেই
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৩, ২:৩৫:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট, অগণিত বইয়ের রচয়িতা ও অনুবাদক মুহাম্মদ আব্দুল হাকীম তাপাদার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার দুপুর ১২.১৫ মিনিটে বিয়ানীবাজার পৌরসভার কসবা কুয়ারপারস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজার নামাজ আজ রাত সাড়ে ৮টায় কসবা ইমামবাড়ী শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হইবে।
মুহাম্মদ আব্দুল হাকীম তাপাদার দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। অবশেষে আজ দুপুরে তাঁর নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর
শোক : মুহাম্মদ আব্দুল হাকীম তাপাদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নুর। তিনি এক শোকবার্তায় বলেন- মহান রাব্বুল আলামীন তার সকল খেদমত কবুল করে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। পাশাপাশি তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।