হাসপাতাল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিরাতুন্নবী (সাঃ) মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৩, ৭:৩১:৩৩ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধীন মহানগর হাসপাতাল শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর হাসপাতাল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আল মোমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদরুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ফেডারেশনের সিলেট মহানগর প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, মহানগর ট্রেড ইউনিয়ন থানা-২-এর সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ হাওলাদার, মহানগর হাসপাতাল কর্মচারী শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাজন, শ্রমিক নেতা আল আমিন ও আবু হানিফ নোমান প্রমূখ।
এদিকে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রাবেল আহমদ ১ম, আব্দুল হান্নান ২য় ও হোসাইন আহমদ ৩য় স্থান অধিকার করেন। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি