সুনামগঞ্জ বাসস প্রতিনিধির পিতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৩, ৮:১২:২৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ সংবাদ সংস্হা (বাসস) প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি আল হেলালের পিতা বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রসুল ময়না মাষ্টার ইন্তিকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দুপুরে তিনি ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী এক শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।