আব্দুল হাকিম তাপাদারের ইন্তেকাল : দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৩, ৯:১০:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট, অনুবাদক ও ইসলামী চিন্তাবিদ মুহাম্মদ আব্দুল হাকিম তাপাদার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে বিয়ানীবাজার পৌরসভার কসবা কুয়ারপারস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজার নামাজ শনিবার রাত সাড়ে ৮টায় পৌরসভার কসবা ইমামবাড়ি শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবর স্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
জানাযা পূর্ব সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক ফারুক, ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান তোতা, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুর রহমান, পিএইচজি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আলী আহমদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম, নায়েবে আমির মাওলানা মোস্তফা উদ্দিন, মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের প্রমুখ।
মুহাম্মদ আব্দুল হাকীম তাপাদার দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আব্দুল হাকিম তাপাদার তাঁর বর্ণাঢ্য জীবনে লন্ডন ইসলামি কলেজ ও পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এছাড়া দেউলগ্রাম হাইস্কুল, বৈরাগীবাজার হাইস্কুলে প্রধান শিক্ষক ও পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরীর সেক্রেটারী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লেখার পাশাপাশি দৈনিক সংগ্রামের বিয়ানীবাজার উপজেলা সংবাদদাতা হিসেবেও কাজ করেন। তাঁর ক্ষুরধার লেখনির শক্তি ছিলো খুবই প্রখর। হাকিম তাপাদার স্বাধীনতা পূর্ব তৎকালীন প্রাদেশিক পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিভিন্ন মহলের শোক :
জামায়াত :
মুহাম্মদ আব্দুল হাকিম তাপাদারের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। তারা মরহুমের মাগফেরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাংগঠনিক সেক্রেটারী অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমির অধ্যাপক আব্দুল হান্নান, নায়েবে আমির মাওলানা লোকমান আহমদ ও সেক্রেটারী নজরুল ইসলাম এবং বিয়ানীবাজার উপজেলা আমির মাওলানা ফয়জুল ইসলাম, নায়েবে আমির মাওলানা মোস্তফা উদ্দিন, সেক্রেটারী মাওলানা আবুল কাশেম চৌধুরী বলেন, মরহুম আব্দুল হাকিম তাপাদার সজ্জন ব্যক্তিত্ব হিসেবে সর্বমহলে প্রিয় ছিলেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন পরোপকারী ও পরহেযগার। তার মৃত্যুতে আমরা এক গুণীজনকে হারালাম। আল্লাহ পাক মরহুম আব্দুল হাকিম তাপাদারকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
জালালাবাদ সম্পাদকের শোক :
মুহাম্মদ আব্দুল হাকীম তাপাদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নুর। তিনি এক শোকবার্তায় বলেন- মহান রাব্বুল আলামীন মরহুমের সকল খেদমত কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। পাশাপাশি তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।