উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নৌকায় ভোট দিতে হবে—-মুহিবুর রহমান মানিক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৩, ৮:৩৪:০৬ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি ঃ সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এ দেশের অসহায় মানুষদের নিয়ে চিন্তা ভাবনা করেন। তার দূরদর্শী চিন্তা-ভাবনা থেকেই সামাজিক নিরাপত্তার আওতায় নিয়ে আসা হয়েছে দেশের কোটি-কোটি মানুষকে। ছাতক-দোয়ারাবাজারে সরকারের সামাজিক নিরাপত্তার আওতায় রয়েছে প্রায় ২০ লোক।
তাদেরকে মুক্তিযোদ্ধা ভাতা, বীর নিবাস, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, মাতৃকালীন ভাতা ও জমি সহ দালাল ঘর দিচ্ছে সরকার। এছাড়া শিক্ষার্থীদেরকেও উপবৃত্তি প্রদান করা হচ্ছে। সরকারের উপকারভোগী এসব মানুষ এখন সাচ্ছন্দ্যে জীবন-যাপন করতে পারছে। সরকারি এসব কার্যক্রম অব্যাহত রয়েছে। এর পরিধি দিন-দিন আরো বৃদ্ধি পাবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের লেখা-পড়ার সুবিধার্থে শুধু উপবৃত্তি নয়, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকার। শিক্ষার উন্নয়নে ছাতকের সকল ইউনিয়নে ইতিমধ্যে মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। আগামীতে উচ্চ শিক্ষার প্রসারে ইউনিয়নে-ইউনিয়নে কলেজ প্রতিষ্ঠা করা হবে।
স্বাস্থ্য সেবায়ও আমরা এখন আর পিছিয়ে নেই। আগে ছাতক হাসপাতাল থেকে একজন রোগী নিয়ে যেতে মানুষের কত কষ্ট হতো। প্রসূতি, ডেন্টাল ও চক্ষুরোগীর সেবায় হাসপাতালে বিভিন্ন ইউনিট রয়েছে। এখানেই মানুষ কাঙ্খিত সেবা পাচ্ছে। জরুরী রোগীদের জন্য হাসপাতালে ৩ টি এম্বুলেন্স সার্ভিস চালু আছে। যাতে দ্রুত রোগীদের শহরের হাসপাতালে স্থানান্তর করা যায়। দুর্ঘটনায় আহত রোগীর জন্য কৈতক হাসপাতালে ট্রমা সেন্টারও চালু করা হয়েছে।
তিনি আরো বলেন, এক সময়ে ছাতক থেকে যাতায়াতের অন্যতম মাধ্যম ছিলো ট্রেন। এখন এই রেলপথটি বন্ধ থাকায় সাধারণ মানুষকে চরমভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকার এসব বিবেচনায় এনে রেলপথ সংস্কারের উদ্যোগ নিয়েছে। ছাতক, আফজলাবাদ সহ রেলওয়ে স্টেশনগুলোতে আধুনিকতার ছোঁয়া লাগবে। ছাতক আবারো রেলওয়ের শহরে পরিণত হয়ে উঠবে। তিনি বলেন, শেখ হাসিনা তথা আওয়ামীলীগের সরকারের কারনেই এসব উন্নয়ন সম্ভব হয়েছে। আগামীতে এ ধারা অব্যাহত রাখতে ছাতক-দোয়ারাবাসীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামীলীগের প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
শনিবার (২১ অক্টোবর) সকালে ছাতক উপজেলা পরিষদের উদ্যোগে শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ছাতক উপজেলায় সরকারের বিভিন্ন পর্যায়ের উপকার ভোগীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।
ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আমির আলীর পরিচালনায় ছাতকের হাজার-হাজার সরকারি বিভিন্ন পর্যায়ের উপকারভোগী পুরুষ-মহিলাদের উপস্তিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লিপি বেগম।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আওলাদ হোসেন, হাজী সুন্দর আলী, বিল্লাল আহমদ, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কিরণ, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী, বীর মুক্তিযোদ্ধা হাজী গোলাম মোস্তফা, উপকারভোগী রোকেয়া বেগম, ইউপি সদস্যা চন্দ্রমালা বেগম, সাবেক সদস্যা মুক্তিযোদ্ধা সন্তান হেলিমা বেগম প্রমুখ।
সভায় ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, ওসি তদন্ত আরিফ আহমেদ, উপজেলা প্রকৌশলী আফসার আহমেদ, আওয়ামীলীগ নেতা শামসুজ্জামান রাজা, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদিন আবুল, মোশাহিদ আলী, আফতাব উদ্দিন, মুরাদ আহমদ, হাজী সুনু মিয়া, এরশাদ আলী, মাফিজ আলী, নজমুল হোসেন, মাষ্টার আলা উদ্দিন, আলমগীর হোসেন, সিরাজুল হক, সৈয়দুল ইসলাম, মিনহাজ তাপস, ইউপি সদস্য সমরুজ আলী,আব্দুল কুদ্দুস, সালেহ আহমদ, সফিক আলী, দুলাল সরকার, সুমন চৌধুরী, ইশতিয়াক রহমান তানভীর, কুহিন চৌধুরী, সাবেক মেম্বার আব্দুল মালিক, ফজলু মিয়া, সাদমান মাহমুদ সানি, হাজী জয়নাল আবেদিন, খায়রুল হুদা, মনজুর আলম, আজিজুর রহমান, কৃপেশ চন্দ, সহিদুল ইসলাম, কামরুজ্জামান, শাহ আলম, সাইফ উদ্দিন, ইকবাল হোসেন, তোফায়েল আহমেদ, আব্দুল কাদির টুটুল, হাবিবুর রহমান জয়, বুরহান উদ্দিন, আবু বক্কর সিদ্দিক চৌধুরী, পলাশ আহমেদ, ওদুদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা সন্তান নজরুল ইসলাম ও পবিত্র গীতা পাঠ করেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বাবুল রায়।