৭ম জাতীয় নদী সম্মেলন বাস্তবায়নে সিলেটে প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৩, ১১:৪৩:৪৫ অপরাহ্ন
সিলেটে ৭ম জাতীয় নদী সম্মেলন বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ নদী পরিব্রাজক দল সিলেট জেলার আয়োজনে এ প্রস্তুতি সভায় আয়োজন করা হয়।
বাংলাদেশ নদী পরিব্রাজক দল সিলেট জেলা সিনিয়র সহসভাপতি মো. শাহেদুর রহমান শাহেদের সভাপতিত্বে আয়োজনে সাধারণ সম্পাদক কৃষিবিদ এ কে আজাদ ফাহিমের পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া।
উপস্থিত ছিলেন নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসলাম মাহমুদ, জেলা কমিটির সহসভাপতি মাহবুবুর রহমান এরশাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহ আদনান, আইন সম্পাদক এড. আব্দুল্লাহ আল হেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এ শফি, পাঠচক্র সম্পাদক হাবিবুন্নবী সাহেদ, এড. আব্দুল খালিক, আব্দুর রহমান তুহিন, হুসাইন মুহাম্মদ ফাহিম, শাফায়েত জামান নবীন, জহির প্রমূখ।
সভায় আগামী ৭ম জাতীয় সম্মেলন বাস্তবায়নের লক্ষ্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।