মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের সীরাতুন্নবী মাহফিল
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৩, ৫:২৪:০৭ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধীন হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা সম্পন্ন হয়েছে। শনিবার রাতে নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত রেষ্টুৃরেন্টের হলরুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বেলাল আহমদের সভাপতিত্বে ও সহ-সভাপতি শামীম আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর ট্রেড ইউনিয়ন থানা-২-এর সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ হাওলাদার, মহানগর সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি শওকত হোসেন জিম্মাদার, হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, অর্থ সম্পাদক সাগর আহমদ, শ্রমিক নেতা হোসেন আহমদ ও আবু হানিফ নোমান প্রমূখ।
এদিকে, সীরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সাগর আহমদ ১ম, হোসেন আহমদ ২য় ও রেনু মিয়া ৩য় স্থান অধিকার করেন। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি