তাহিরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৩, ৫:৩১:১৯ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। রোববার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ডিজিটাল কর্ণারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাসরুমসহ স্থানীয় সাংবাদিক ও সিএনজি, মটর সাইকেল চালকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।