ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টারের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৩, ৫:৩৪:৩১ অপরাহ্ন
হাজী নওয়াব আলী সবজী মার্কেটের সভাপতি আবুল হোসেন ওমরা পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা শরীফে গমন উপলক্ষে ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টারের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮টায় ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার অফিস কার্যালয়ে ভেজিটেবল মার্কেটের সভাপতি মো. ছাদ মিয়ার সভাপতিত্বে ও মার্কেট কমিটির সিনিয়র সহ সভাপতি মো. আলেক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন মার্কেট কমিটির সহ সভাপতি মো. কয়ছর আলী, মো. হারিছ মিয়া, সাধারণ সম্পাদক মো. রাজু আহমদ, অর্থ সম্পাদক মো. সফিক মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মো. খছরু মিয়া, মো. মাসুদ কাজী, মো. আমির আলী, মো. নজির মিয়া, মো. তাজুল ইসলাম আজির, মো. বাচ্চু মিয়া, মো. মুর্শেদ মিয়া, মো. লিটন মিয়া, মো. আওলাদ হোসেন, হাজী নেওয়ার আলী, সবজী মার্কেটের সাধারণ সম্পাদক কাজী বুরহান উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মো. আফরুজ আলী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন ভেজিটেবল মার্কেট জামে মসজিদের পেশ ইমাম মো. আব্দুল আহাদ। বিজ্ঞপ্তি