পূজা উদযাপন পরিষদের বস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৩, ৭:৪৭:১৭ অপরাহ্ন
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টচার্য্য বলেছেন, শারদীয় দুর্গাপূজার মূল উদ্দেশ্য হলো দুষ্টের দমন এবং সৃষ্টের পালন। সত্য ও সুন্দরের আরাধনায় ব্রতি হয়ে আমরা যেন সকলেই মানবতার কল্যাণে কাজ করতে পারি এটাই আমাদের প্রার্থনা।
তিনি রোববার বিকেলে সিলেট মহানগরীর উপকন্ঠে পোড়াবাড়ী সর্বজনীন দুর্গামন্দিরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিলেট জেলা শাখার উদ্যোগে দরিদ্র ও অসহায় জনসাধারণের মাঝে বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এয়ারপোর্ট থানা সভাপতি ভৈরব চন্দ্র নাথ, আনন্দ সমাদার, পন্ডুরাবাইক প্রমুখ। বিজ্ঞপ্তি