নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষে ফলোআপ সভা
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৩, ৮:০০:৩৩ অপরাহ্ন
জেলা প্রশাসকের কার্যালয় সিলেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এর উদ্যোগে ‘নিত্য প্রয়োজনীয় পণ্যের ম‚ল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে ফলোআপ সভা’ রোববার অনুষ্ঠিত হয়েছে।সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন’র সঞ্চালনায় সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যম‚ল্যের বর্তমান অবস্থা এবং বাজার পরিস্থিতি ও এ লক্ষ্যে করনীয় এর উপর বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ সভাপতি মোঃ আতিক হোসেন, কালিঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, সিলেট ব্যবসায়ী সমিতি’র সভাপতি ও সিলেট চেম্বারের পরিচালক জিয়াউল হক, ক্যাব সিলেটের সভাপতি মোঃ জামিলুর রহমান, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা হুমায়ুন কবির, এসএমপির প্রতিনিধি, সিলেট ট্রেড সেন্টার মার্কেটের সভাপতিসহ জেলা প্রশাসনের ব্যবসা-বাণিজ্য শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম। বিজ্ঞপ্তি