গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে চলছে দুর্গোৎসব
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৩, ৮:০৫:১৪ অপরাহ্ন
সালুটিকর প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটের ৩৯টি সার্বজনিন পূজামণ্ডপে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।গোয়াইনঘাটের একাধিক পূজামণ্ডপে পরিদর্শন করে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিসহ শান্তিপূর্ণ পরিবেশে চলছে শারদীয় দুর্গোৎসব। গোয়াইনঘাটের সবকটি মন্দিরে শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাপুজা পালনে ইতিপূর্বে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশ বিভাগের সাথে পূজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দের সাথে বৈঠক করে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়।এদিকে, গোয়াইনঘাটে শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা সম্পন্নকরণে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা বিভিন্ন মন্দির পরিদর্শন করে পূন্যার্থীদের সাথে পূজোর শুভেচ্ছা বিনিময় করছেন।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা বিনিময় করেছেন।