সুনামগঞ্জে দুর্গাপূজা পরিদর্শন শেষে সার্বিক নিরাপত্তা নিয়ে র্যাব এর প্রেস ব্রিফিং
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৩, ৫:৪১:১১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তার সার্বিক বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার পূজামন্ডপ পরিদর্শন শেষে শহরের হোসেন বখ্ত এলাকায় দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মমিনুল হক প্রেস ব্রিফিংয়ে বলেন, দেশের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেটসহ সিলেট বিভাগের অন্যান্য জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাতে র্যাব-৯ এর পর্যাপ্ত টহল মোতায়েন রাখা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ পাঁচটি জেলায় (সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া) নিয়মিত রোবাষ্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন কোন গুজব ছড়াতে না পারে এবং যেকোন ধরনের সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য র্যাব-৯ এর সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক তদারকি করছে। এছাড়াও বিভিন্ন জঙ্গি সংগঠন, চরমপন্থি বা স্বার্থান্বেষী মহল এবং সন্ত্রাসীরা যেন কোন ধরনের নাশকতা ও অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্য র্যাব-৯ এর বিশেষ টহল এবং চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি সাদা পোষাকে র্যাব সদস্যরা বিভিন্ন পূজামন্ডপ ও র্যাব-৯ এর আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সুবিমল চক্রবর্তী চন্দন, মিন্টু চৌধুরী প্রমুখ।