জকিগঞ্জে জাপার উপজেলা পরিষদ দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৩, ৫:৪৩:১২ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জে জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পল্লীবন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদের ঘোষিত উপজেলা পরিষদ দিবস উদযাপন করেছেন।
সোমবার সন্ধ্যা রাতে জকিগঞ্জ শহরস্থ জাতীয় পার্টির কার্যালয়ে পৌরসভা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতির সাবেক আহবায়ক শাহ আলমের পরিচালনায় দিবসটি উদযাপিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা জাপার সদস্য ও জেলা যুব সংহতির সদস্য আব্দুল আহাদ, জাপা নেতা লুৎফুর রহমান মেম্বার, পৌরসভা যুব সংহতির আহবায়ক মাসুম আহমদ, সদস্য সচিব এনাম আহমদ, যুগ্ম আহবায়ক শামিম আহমদ, জাপা নেতা ইসলাম উদ্দিন, পানু মিয়া, পৌরসভা ছাত্রসমাজের সাবেক আহবায়ক ময়নুল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পল্লীবন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন পাঁচগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা জয়নুল ইসলাম। পরে শিরনী বিতরণ করা হয়।