কুড়ারবাজারে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৩, ৫:৪৮:৩৪ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশবাসী আওয়ামীলীগের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে আজ ঐক্যবদ্ধভাবে সরকার পতনের আন্দোলনে রাজপথে নেমেছে। বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলনে জনসম্পৃক্ততা দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তাই সবাইকে মুক্তির চ’ড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। মুক্তিকামী জনতার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।
সোমবার সন্ধ্যায় সরকার পতনের এক দাবীতে চলমান গণতান্ত্রিক আন্দোলনের জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় আব্দুল্লাহপুর বাজারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কুনু মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়া উল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক আকবর হোসেন, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, বিএনপি নেতা সাব্বির আহমদ, তানভীর আহমদ, এনাম উদ্দিন শামিম, আব্দুল বাছিত, কবির আহমদ, দেলওয়ার হোসেন, সুমন আহমদ, হোসেন আহমদ হুসু, রাজন, দুদু, নজমুল হক, ময়নুল হক, রমজান আলি, দকরুল ইসলাম, আবু মুহাইমিন, সাহাদাত হুসেন, হারুনুর রসিদ (কাজল), হরিছ মিয়া, আব্দুল জব্বার(মড়াই), দুলন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি