খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আসছেন
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৩, ৬:৫৫:০৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে তিনজন চিকিৎসক আনার চেষ্টা চলছে। বিষয়টি নিশ্চিত করে তার একান্ত সচিব আবদুস সাত্তার বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনার চেষ্টা করা হচ্ছে।
এছাড়া বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরেই অসুস্থ। তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে বারবার সরকারের কাছে বলার পরও কোনো ব্যবস্থা করা হচ্ছে না। তিনি ২ মাসের বেশি সময় ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার ও দলের পক্ষ থেকে বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসক আনার জন্য চেষ্টা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে যে তিন জন চিকিৎসককে আনার চেষ্টা চলছে তারা হলেন, ডা. হামিদ আহমেদ আব্দুর রব, ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন।